রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চশীল ও অষ্টশীল সহ নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বান্দরবান উজানী পাড়া রাজগুরু ক্যাং এ মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হলো আজ।
আজ ১০ নভেম্বর রবিবার সকাল সারে ৮ ঘটিকার সময় বান্দরবান উজানী পাড়া রাজগুরু ক্যাংএ অনুষ্ঠিত হলো দানোত্তম কঠিন চীবরদান উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান বোমাং সার্কেলে বোমাং রাজা উচপ্রু চৌধুরী সহ রাজ পরিবারে অনান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বান্দরবানে বসবাসরত শত শত দায়ক দায়িকাবৃন্দ কঠিন চিবর দান করে পূণ্য সঞ্চয় করেন।
দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে রয়েছে ক্যাংএ ছোয়াইং দান, দুপুর ২ ঘটিকার সময় ধর্মদেশনা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন, বিভিন্ন দানিয় দ্রবাদি উৎর্সগের জন্য জল ধেলে পূণ্য সঞ্চয় এবং সন্ধ্যায় ফানুস উড়িয়ে কঠিন চীবর দানউৎসব শেষ হবে।
Leave a Reply