রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের জামছড়িতে অস্ত্রধারি সন্ত্রাসীদের গুলিতে বাচনু মারমা(৫৫)নামে এক ওর্য়াড আওয়ামীলীগ নেতা ঘটনাস্থলেই নিহত হয়েছে।
অপর ৫জন সাবেক মেম্বার উচথোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসে (২৬)গুরুতর আহত অবস্থায় বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি সে জামছড়ি ভিতর পাড়া। সে ওই এলাকার মংবই মারমার ছেলে। এঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় জামছড়ি মুখ রাস্তায় নিহত ব্যক্তিসহ আহত পাচঁজন আড্ডা দিয়ে রাস্তার মোড়ে দাড়িয়ে ছিল। ৮-১০জন অস্ত্রধারি সন্ত্রাসী অর্তকিতভাবে গুলি চালিয়ে হত্যা করে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা(৫৫)কে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো পাঁচ জন। আহতদেরকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা দোকানের পাশে ঝিড়ি দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ,সেনাবাহিনী, বিজিবি ঘটনাস্থলে রয়েছে। বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বান্দরবান প্রতিদিনকে মুঠো ফোনে বলেন, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা গেছে। আমরা তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছি। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
Leave a Reply