শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২২ অপরাহ্ন
রিমন পালিত. স্টাফ রিপোর্টারঃ
জমকালো আয়োজনে বান্দরবান রাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেল। ত্রি-বার্ষিক সন্মেলনে নতুনভাবে সভাপতি হয়েছে ক্যশৈহ্লা এবং সাঃ সম্পাদক ইসলাম বেবী।
আজ ২৫ নভেম্বর সোমবার সকালে বান্দরবান শহর রাজার মাঠ প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই ত্রি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বান্দরবান জেলা শহর সহ উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: মাহাবুবউল আলম হানিফ এমপি, এসময় অনুষ্ঠানে আরো অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি,উপ-মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি , প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ,বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন,বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা,খাগড়াছড়ির এমপি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা,স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মোঃ শফিকুর রহমান, আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি, এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ সহ জেলা উপজেলার সকল কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন-দেশকে ভালোবেসে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে তবেই দেশের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পাবে। শুধু পথ নিয়ে বসে থাকলে হবে না পদের পদমর্যাদা সবার কাছে গুরুত্ব পাবার জন্য কাজ করতে হবে। যে দেশমাতৃকাকে ভালোবাসে সে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের জন্য কাজ করে যাবে। আর এই কাজের জন্য বলিষ্ঠ নেতা বাছাইয়ে আজকের ত্রি-বার্ষিক সম্মেলন। আমরা আশা করছি সকলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তিতে যোগ্য নেতাকে বাছাইয়ের মাধ্যমে তার কাছে আমলীগের দায়িত্ব হস্তান্তর করা হবে, যাতে করে সম্প্রীতির এই বান্দরবানে আওয়ামী লীগের গুরুত্ব সবাই অনুধাবন করতে পারে।
অতিথীরা আরো বলেন-স্বাধীনতার পর থেকে দেশ মাতৃকার উন্নয়নে বিভিন্ন সংগঠন কাজ করে গেছে তার মধ্যে আওয়ামী লীগ অন্যতম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলেতিলে এই সংগঠন করেছেন এবং দেশের প্রতিটা জেলা উপজেলাতেই সংগঠন তিনি গঠিত করেছেন যার ফলশ্রুতিতে বর্তমানে আমরা পেয়েছি সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলার দেশমাতৃকার জন্য কাজ করবে আজীবন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বান্দরবানের পাহাড়ি অঞ্চল গুলোতে আওয়ামী লীগ তার ভালোবাসা ও কর্মের মাধ্যমে সকলের মনে সারাজীবন অবস্থান করবে এটা সকলের আশা।
Leave a Reply