শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারাঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ৮০ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮০ বোতল মায়ানমারের বিদেশী মদ।
১ জুন শুক্রবার ভোর সাড়ে ৫ ঘটিকার সময় এস আই এনামুল সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে। নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম বরইতলী বাজারের পাশে সুলতান হাজীর বাগানের সামনে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল ১.অকিমং তংচংগ্যা (২৬), পিতা- দুমং তংচংগ্যা, সাং- জামিরতলী ২. প্রসেন তংচংগ্যা (২৩), পিতা- মংলাচু তংচংগ্যা ৩. অনিল তংচংগ্যা (১৯), পিতা- চইমং তংচংগ্যা ।
উক্ত ব্যাপারে নাইক্ষ্যছড়ি থানায় মামলা দায়ের করা হইয়াছে । মামলা দায়ের হওয়ার পর শুক্রবার বিকাল ৫ টা নাক্ষ্যংছড়িরর থানার এস আই এনামুল মুটোফোনের মাধ্যমে বান্দরবান প্রতিদিনের স্টাফ রির্পোটার রিমন পালিতকে বিষয়টি অবগত করেন ।
Leave a Reply