মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:২২ অপরাহ্ন
রিমন পালিত, ষ্টাফ রির্পোটার:
বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তমব্রু সীমান্ত দিয়ে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমার মুদ্রা কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলো-রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানার রাইখালী এলাকার বাসিন্দা চিংহ্লাউ মারমা পুত্র ক্যসাইনু মারমা (৫২) । বুধবার দিবাগত রাতে তমব্রু বাজার থেকে তাকে আটক করা হয়।
তমব্রু বিজিবি নায়েক সুবেদার মাহবুুব আলম জানান, বুধবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেমে অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশকালে তমব্রু বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে মিয়ানমারের প্রায় ৩৭ হাজার কিয়েট, যা বাংলাদেশে ১১ হাজার টাকা। এছাড়াও বার্মিজ ভাষায় লিখিত একটি চিঠি,মেমোরি কার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন ধরনের সন্তোষজনক উত্তর দিতে অপারগ হওয়ায় আটক ক্যসাইনু মারমাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) জায়েদ নুর জানান,আটক ক্যাসাইনু মারমা চোরাচালানের মাধ্যমে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মিয়ানমারের কিয়েট বাংলাদেশের অভ্যন্তরে আনয়নের মতো অপরাধ করেছে।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা রুজু হয়েছে। বুধবারে সকালে আটক ক্যসাইনু মারমাকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply