শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে থানচিতে ইটভাটা তৈরী করাকে কেন্দ্র করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুুল্লাহ আল মামুন কর্তৃক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস কে অন্যায় ভাবে গ্রেফতার, মিথ্যা মামলা ও সাজা প্রদানের প্রতিবাদে বান্দরবান জীপ,কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক পরিষদের সদস্য জনাব কাজল কান্তি দাশ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ সহ শ্রমিক ইউনিয়ের বিভিন্ন সদস্যগন সহ আরো অনেকে।
বক্তাগন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পরবর্তীতে ক্রমান্বয়ে বিভিন্ন সংগঠনের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে যাবেন বলে সমাবেশে জানান। বক্তারা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুুল্লাহ আল মামুনকে স্থায়ী ভাবে বান্দরবান হতে বদলী করার দাবী জনান। অন্যথায় তারা অনির্দিষ্ট কালের জন্য হরতাল ঘোষনা করার সিদ্ধান্ত নিবেন।
Leave a Reply