শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানকারীকে গুণগত সেবা প্রদানে আন্তরিক হতে সচেষ্ট করার লক্ষ্যে গত ২৪ হতে ২৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হয়। উক্ত সেবা ও প্রচার সপ্তাহে বান্দরবান জেলা ৫০ পয়েন্টে ৪৮ পয়েন্ট পেয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। সারা দেশে বাছাই করে শ্রেষ্ঠ ১০ টি জেলাকে পুরস্কৃত করা হয়।
আজ ১৩ ডিসেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সেবা ও প্রচার সপ্তাহের পর্যালোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম স্থান হিসেবে পুরস্কার গ্রহন করেন, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু। ঢাকা আই ই এম ইউনিটের সভা কক্ষে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক, কাজী মোস্তফা সারোয়ার হাত থেকে এই পুরস্কারটি গ্রহন করেন।
বান্দরবান জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু জানান, বান্দরবান জেলার পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট বেসরকারী সংস্থাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি যারা উক্ত সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে উদ্যাপনে সার্বিক সহযোগীতা প্রদান করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। বান্দরবান পার্বত্য জেলাকে সেবা প্রদানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক, কাজী মোস্তফা সারোয়ার মহোদয়সহ অধিপ্তরের সকল কর্মকর্তাগণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত বছর সেবা ও প্রচার সপ্তাহে বান্দরবান জেলার অবস্থান ছিল সারা দেশে দ্বিতীয় এবং বিভাগে প্রথম।
Leave a Reply