শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
পাহাড়ের অসহায় ও দুঃস্থদের মুখে হাসি ফোটাতে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বান্দরবান ফুটবল একাডেমির সদস্যরা।
গত ১০জানুয়ারি বান্দরবান প্রতিদিন ও বিডিনিউজ ডট গ্লোবাল অনলাইন নিউজ পোর্টালে টংকাবতি ইউনিয়নের সিংক্রাট পাড়া ও রংকিন পাড়াবাসীদের শীতবস্ত্রহীন খবরটি প্রকাশিত হলে বান্দরবান ফুটবল একাডেমির সদস্যরা শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসে পাহাড়ের শীতে কষ্ট পাওয়া ১৭টি পরিবারের বয়োবৃদ্ধ ও বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে, বান্দরবান ফুটবল একাডেমির সভাপতি রাজু বড়ুয়া, লালমোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে টংকাবতী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দূর্গম এলাকা এডভোকেট উৎসব ঘোষ(রাহুল) এর সহযোগীতায় সিংক্রাট পাড়া, রংকিন পাড়ার শীতার্থ গ্রামবাসীকে কম্বল ও শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে।।
টংকাবতি ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো এ ধরনের একটি মহৎ উদ্যোগকে স্বাগতম জানান এবং বান্দরবান প্রতিদিন অনলাইন নিউজ পোর্টাল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply