শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান সদর উপজেলা বাঘমারায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে সর্ম্পূণ ছাই হয়ে গেছে । এতে প্রায় লক্ষাধিক টাকার পরিমান মালমাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ ১৬ ডিসেম্বর রবিবার সকালে বান্দরবান সদর উপজেলা বাঘমারা বাজার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল বাহিনী সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সূত্রে জানা গেছে, আজ সকালে বাঘমারা বাজার পাড়া এলাকায় হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৩ টি বসতঘর পুড়ে সর্ম্পূণ ভম্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা মালামাল সর্ম্পূণ পুড়ে ছাই হয়ে যায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফয়সাল জানান, বসতঘরের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূর্হুতে মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা সুমন দাশ ও ননাই দাশের ঘরসহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩ লক্ষাধকি টাকা ক্ষতি হয়েছে দাবী করনে ক্ষতিগ্রস্থ পরবিারগুলো।
এদিকে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সমবেদনা জানান।
Leave a Reply