শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবান ৩০০নং সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন। মঙ্গলবার সকালে ঢাকা নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বান্দরবান সংসদীয় আসন থেকে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহন করেন থানছি সাবেক উপজেলার চেয়ারম্যান খামলাই ম্রো।
অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন,(১) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রæ জেরী,(২) চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা: সরোয়ার আলম, (৩) জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, (৪) সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, (৫) সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, (৬) লামা উপজেলা চেয়ারম্যান থোয়া্ইনু অং চৌধুরী, (৭) নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,( ৮) লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু (৯) থানছি উপজেলা সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো ও (১০) নুমং প্রæ মারমা, ১নং যুগ্ন আহবায়ক সদর উপজেলা।
বান্দরবান বিএনপির সূত্রে, দলীয়ভাবে মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। কিন্তু কেন্দ্রীয় পক্ষ থেকে যাকে ধানের শীষের মনোনয়ন দিবেন, সকলে এক হয়ে তার পক্ষে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন হলে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জয় নিশ্চিত ।
Leave a Reply