সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য জেলা সদর এলাকা উজানী পাড়া বৌদ্ধ বিহারে (ক্যং) বিহার অধ্যক্ষ উঃ চাইন্দা ওয়ারা প্রয়ান হয়েছে গতকাল মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময়। দীর্ঘ দিনের শ্বাস কষ্ট এবং ডায়বেটিসের রোগে ভূগছিলেন। প্রয়ানের সময় অধ্যক্ষের বয়স হয়েছিল ৬৪ বছর, ভিক্ষুর বর্ষবাষ বয়স হয়েছিল ৪১ ওয়াহ। উঃ চাইদা ওয়ারা পিতা: হ্রাথোয়াই অং মারমা, মাতা: হ্লাম্রাউ মারমা। জামছড়ি নিজ পাড়ায় জন্ম গ্রহন করেন।
উঃ চাইন্দাওয়ারা জীবনে রেখে গেছেন অনেক স্মৃতি, মঙ্গল করে গেছেন অন্যের উপর, সংসার জীবন না থাকলেও রেখে গেছেন অসংখ্য অনাথ শিশু। নিজ বিহারে দানের টাকা দিয়ে দুর্গম পাহারে পিছিয়ে পড়া এলাকা থেকে অনাথ শিশুদের নিয়ে একটি অনাথ আশ্রম খোলা হয়। বিদ্যা চক্ষু ও জ্ঞানের আলো দুর্গম পাহারে ছরিয়ে দিতে চেয়েছিল কিন্তু ইচ্ছা পুরণ না পৃথিবীর মায়া থেকে বিদায় নিতে হলো।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যাল থেকে বি এ পাশ করেছেন। পালি সাহিত্য সূত্র বিনয় বিশারদ। পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতি সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ট উজানী পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ছিলেন। প্রায় ঊনিশ বছর আগে রংপুরের ওঁরাও আদিবাসীদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। পরপর তিন বছর তিনি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে গিয়ে তাদের বৌদ্ধ ধর্মের শীতল ছায়ায় নিয়ে আসেন। আর্ন্তজাতিক সংস্থাসমূহের আমন্ত্রনে বিভিন্ন সময় বৌদ্ধ সন্মেলনে যোগদান করার জন্য যুক্তরাষ্ট্র,অষ্ট্রেলিয়া,কানাডার, দক্ষিণ কোরিয়া, মায়ানমা, থাইল্যান্ড,নেপাল,ভূটান ও ভারতবর্ষে গমন করেছিলেন।
উঃ চাইন্দাওয়ার প্রয়নের ফলে বান্দরবান পার্বত্য জেলা বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকারা বিহারে আসছে উঃ চাইন্দা ওয়ারা অধ্যক্ষকে এক পলক দেখতে। এতে অনেকের কান্নায় বিহার পরিবেশ ভারি হয়ে আছে।
Leave a Reply