বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারঃ
বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা মাদ্রাসার হল রুমে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: আবু হাসান সিদ্দিক। বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আরবী প্রভাষক মাওলানা মাওলানা মো: জমির,আরবী প্রভাষক মাওলানা বদিউল আলম,সহকারী শিক্ষক মাওলানা ওসমান গণি,মাওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।
অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে। পরে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply