রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
বান্দরবান সদর, রাজবিলা ইউনিয়ন তাঁইংখালিতে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে বিনয় তংচংঙ্গ্যা (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন, তার বাড়ি কাপ্তাই বালুক্যা বলে জানা গেছে। ফোরাধন তংচংঙ্গ্যা, নামে অপর আরেক জনকে ধরে নিয়ে যায়, তার বাড়ি ৯ নাম্বার রাবার বাগন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ ৭ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকার সময়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত বিনয় তংচংঙ্গ্যা তাঁইংখালীতে মুদির দোকান ও কস্মেটিকের দোকান রয়েছে। তার বৌ (শৈক্রাউ মারমা) এর দাদির বাড়িতে থাকা অবস্থায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় এবং ফোরাধন নামে অপর একজন ধরে নিয়ে যায়। এলাকায় এখন থমথমে বিরাজ করছে।
তাইংখালি ওয়ার্ডে মেম্বার মংএনু মারমা মুঠো ফোনে জানান, আমি বান্দরবান সদরে থাকি, বিনয় তংচংঙ্গ্যা এবং ফোরাধন তংচংঙ্গ্যা নামে দুইজনকে অজ্ঞতানামা অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে বলে স্থানীয়রা আমাকে মুঠো ফোনে জানিয়েছে। কেউ নিহত হয়েছে কিনা সঠিক ভাবে বলা যাচ্ছে না। বিস্তারিত জানার জন্য এলাকাবাসিদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
Leave a Reply