শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবান সদর রাজবিলা ইউনিয়নে, ১০ নম্বর তংচংগ্যা পাড়ায় একই পরিবারে গর্ভবতী বড় বোন ও ছোট বোন বজ্রপাতে নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ১৮ মে বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়। নিহতরা হল গর্ভবতী বাসন্তি তংচংগ্যা (২৫), স্বামীঃ আনন্দ তংচংগ্যা, পিতাঃ রমনি তংচংগ্যা, মাতাঃ নতুন মালা তংচংগ্যা এবং ছোট বোন শুজলা তংচংগ্যা (১৮), রাজবিলা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
এলাকা সূত্রে জানা গেছে, বিকালে বৃষ্টি শুরু হলে ছোট বোন বাড়ির আঙ্গিনায় বৃষ্টির পানিতে গোসল করছিল এবং বড় বোন বাড়ির ভেতরে দরজার পাশে বসে মাশরুম পরিস্কার করছিল । সে সময় হঠাৎ এক ঝলক বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়। বাড়িতে থাকা অন্যজনেরা চিৎকার করে কান্না শুরু করলে পাড়ার লোকেরা এসে দুই বোনের মৃত অবস্থায় পেয়ে তারাও কান্নায় জরিয়ে পড়ে।
পাশর্^বর্তী এলাকা থেকে ছুটে আসছে শোকহত পরিবারকে শান্তনা দিতে তারাও কান্নায় ভেঙ্গে পড়ে। মৃত্যুর কান্নায় ভারি হয়ে রয়েছে তংচংগ্যা পাড়া।
বজ্রপাতে নিহত একই পরিবারে দুই বোনের খরব মুঠো ফোনে নিশ্চিত করেছে রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু।
Leave a Reply