শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন
আকাশ মারমাঃ
বান্দরবান শহরস্থ পৌর এলকা রাজার মাঠ সংলগ্ন পুকুর থেকে উচাইসিং মারমা(২৪) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় বান্দরবান রাজার মাঠ সংলগ্ন পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক- উচাইসিং মারমা(২৪), সে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের কালামং মারমা ছেলে।
পুলিশ জানায়, সকালে পুকুরের পাশে ওই যুকককে শুয়ে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গের পাঠানো হয়। পুলিশের ধারণা রাতে মদ্যপান অবস্থায় পুকুরে ডুবের ওই যুবকের মৃত্যু হয়েছে।
বান্দরবান সদর থানায় এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।
Leave a Reply