শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন পোর্টাল দেশ অরণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে টংকাবতি ইউনিয়নের রংকিন পাড়া, সিংক্রাত পাড়া সহ লংবাই তং পাড়াতে। এতে সহযোগীতা করেছে অনলাইন পোর্টাল বান্দরবান প্রতিদিন।
শুক্রবার (১৭জানুয়ারি) ১০টায় টংকাবতি ইউনিয়নের সিংক্রাত পাড়া, রংকিন পাড়ায় শীতবস্ত্র বিতরণের পরে লংবাইতং পাড়ায় গিয়ে শীতবস্ত্র বিতরণ শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংকাবতি ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো।
এছাড়াও টংকাবতি ইউনিয়নের ৫নং ওর্য়াডের মেম্বার রাংরিং ম্রো, অনলাইন পোর্টাল বান্দরবান প্রতিদিন সম্পাদক জসাইউ মারমা, বান্দরবান রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য উথোয়াইচিং মারমা সহ অনেকে উপস্থিত ছিলেন।
টংকাবতি ইউনিয়ন চেয়ারম্যান প্লুকান ম্রো বলেন, বান্দরবান সদর ইউনিয়নের মধ্যে টংকাবতি ইউনিয়নের কিছু অবহেলিত এলাকা বা পাড়ায় শীতবস্ত্র বিতরণ করে বান্দরবান রিপোর্টার্স ইউনিটি, অনলাইন পোর্টাল দেশ অরণ্য ও অনলাইন পোর্টাল বান্দরবান প্রতিদিন যে অবদান রেখেছে, তা অতুলনীয়।
উল্লেখ্য , গত ১০জানুয়ারি বান্দরবান প্রতিদিন ও বিডি নিউজ ডট গ্লোবাল অন লাইন নিউজ পোর্টালে শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে টংকাবতির সিংক্রাট পাড়ার মানুষ ও শীতে কাঁপছে বান্দরবানের টংকাবতির সাধারণ মানুষ খবর প্রকাশের পর এ উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply