শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান রুমা উপজেলায় বাচ্চাদেউ পাড়া থেকে তিনজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রেঃ গতকাল শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে এদেরকে অপহরণ করে সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন, পাইসা মার্মা, সাঞয় অং মার্মা (৪৫) পিতা: মৃত ক্যশৈউ মারমা ও প্রবাঅং (৩৯) মারমা। এদের বাড়ীর ৯ নং ওয়ার্ড রুমা সদর বাচ্চাদেউ পাড়া, স্থায়ী বাসিন্দা বলে যানা গেছে। আজ রবিবার সকালে প্রবাঅং মারমাকে ছেড়ে দেয়া হয় বলে জানা যায়।
রুমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম মুঠো ফোনে জানান, আমরা ও শুনেছি অপহরণ হয়েছে। থানায় কোন অভিযোগ আসেনি। তবে প্রবা মারমাকে ছেরে দেয়া হয়েছে বলে যানা গেছে।
Leave a Reply