শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৬ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ,
বান্দরবান শহরে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একজন লুম্বিনী গামের্ন্টসের পোশাক শ্রমীক ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন, তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরজন বালাঘাটা রেডিও স্টেশনের পাশে থাকা রোগীকে এখনো খুঁজে পাচ্ছেনা বলে সূত্রে জানা গেছে।
বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করে মুঠো ফোনে বলেন, এক জনের শরীরে জ্বর দেখা দেয়ায় সদর হাসপাতালে আসলে তার রক্ত সংগ্রহ করি অপরজন শরীর খারাপ লাগার পর সদর হাসপাতালে নিজে এসে করোনা পরিক্ষা করতে বলায় রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজকে তাদের দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রথমধাপে করোনা শনাক্ত হলেও তাদের আরো কয়েক বার রক্ত পরিক্ষা করতে হবে। এমনও হয় প্রথম বার করোনা শনাক্ত হলেও দ্বিতীয়বারে করোনা নেগেটিভ আসে। আতংক না হয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।
Leave a Reply