সোমবার, ২০ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধিঃ
“স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই স্বচ্ছতা ও জবাবদিহিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সদর হাসপাতালে সেবার মান উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মে বৃহস্পতিবার বিকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এর আয়োজনে সচেতন নাগরিক কমিটি টিআইবি পটিয়া এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মং চিং নু, বান্দরবান সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভেনু মারমা সহ আরো অনেক।
অনুষ্ঠানে বান্দরবান জেলার সিভিল সার্জন উপস্থিত সকল ব্যক্তিবর্গ কে বান্দরবান সদর হাসপাতালে সেবার মান উন্নয়ন সম্পর্কে নানা বিষয়ে আলোকপাত করেন এবং জনগণকে যাতে সুষ্ঠু সেবা প্রদান করে সেবার মান উন্নয়ন করতে পারে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, মানুষের সেবাই সদর হাসপাতাল সর্বদা নিয়োজিত থাকে দিন রাত ২৪ ঘন্টা। তার পাশা পাশি বান্দরবান সদর হাসপাতাল রোগীদের কে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এই সেবার মান কে বৃদ্ধি করে বান্দরবান সদর হাসপাতালে সুনাম অর্জন করা যায় তার জন্য প্রত্যেক নার্স ও ডাক্তার কে ভালোভাবে চিকিৎসা করার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি সামান্য পরিমাণ থেকে থাকে ভবিষ্যতে যাতে তা সংশোধন হয় সেজন্য তিনি হাসপাতালের সকল কর্মকতাদের নানা রকম পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। যা অনুসরণ করে বান্দরবান সদর হাসপাতালে সেবার সুনাম ও দক্ষতা যাতে সবার মুখে মুখে হয় সে বিষয়ে সকলকে তৎপর হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান। মানুষের স্বাস্থ্য সেবায় যে কোন মুহূর্তে যে কোন সময় সদর হাসপাতালে পাশাপাশি সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রু মারমা মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে সব সময় পাশে দাঁড়াবেন বলে জানান।
Leave a Reply