বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক নিউজঃ
বান্দরবান সড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা রোধকল্পে বিভিন্ন যানবাহন মালিক সমিতির সাথে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৭ জুন সোমবার সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জেরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইসলাম বেবী। এ সময় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ মামুনুর রশিদ সহ বিভিন্ন বাস, ট্রাক , টমটম , মাহিন্দ্রা, মোটরসাইকেল মালিক সমিতির সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
বিশেষ সভায় বলেন, সড়কে আইন শৃংখলা ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সেই সাথে যারা বেপরোয়া ভাবে বিভিন্ন গাড়ি চালান। বিশেষ করে পর্যটকবাহী মহীন্দ্র গাড়িগুলো বেপড়োয়াভাবে গতিতে চলতে থাকে। যার ফলে দুর্ঘটনা শঙ্কা আরো বেশি বাড়িয়ে দেয়। সে সমস্ত গাড়িচালকদের আইনের আওতায় আনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া পর্যটন নগরী বান্দরবানে আগত পর্যটকদের যানবাহনের সেবা নিশ্চিত করার জন্য সকল চালক ও মালিক সমিতির সহ সর্বস্তরের জনসাধারণকে সাহায্য-সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
Leave a Reply