রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানে ৭ উপজেলা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
১০ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে, ১২২জনের প্রার্থীদের নাম ঘোষণ করেন,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বান্দরবান সদর উপজেলায়:আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সাংবাদিক একে এম জাহাঙ্গীর।
লামা উপজেলায়:আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী : উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামী লীগের সভাপতি-আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
আলীকদম উপজেলায়:আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, আলীকদম সদর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামী লীগের সহ- সভাপতির-জামাল উদ্দিন।
নাইক্ষ্যংছড়ি উপজেলায়: আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। রুমা উপজেলায়: আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী
,রুমা উপজেলা আওয়ামীলীগ- সভাপতি-উহ্লাচিং মার্মা থানচি উপজেলায়:আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী,বর্তমান জেলা পারিষদ সদস্য,থানচি উপজেলা আওয়ামী লীগ- সাধারণ সম্পাদক-থোয়াইহ্লা মং মারমা।
রোয়াংছড়ি উপজেলায়:আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী,উপজেলা আওয়ামীলীগ,সহ-সভাপতি- চহ্লাইমং মারমা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী ও ১৮ মার্চ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।
Leave a Reply