রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারঃ
বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লাখ ব্যয়ে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১১ মে সকালে বান্দরবান সদরে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সনাতনী সমাজের নেতৃবৃন্দরা।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, আর বর্তমান সরকারের আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় আজ শান্তির সুবাতাস বইছে আর মন্দির ,মসজিদ,গীর্জাসহ নানান ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে ।
Leave a Reply