রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ
“আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবান জেলার প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণদের অংশগ্রহণে বাল্যবিবাহ নিরোধকল্পে বান্দরবানে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসক সভাকক্ষে গ্রীনহিলের CEMB প্রকল্পের জেলা সমন্বয়কারী অং অং থোয়াই-র সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন মহোদয়।
বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা (গেক), প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সিওয়াইসিডিপি এর আওতায় বাস্তবায়নাধীন Combating Early Marriage in Bangladesh (CEMB) প্রকল্প গ্রীনহিলের আয়োজনে অনুষ্ঠিত হয় উক্ত ওরিয়েন্টেশনটি ।
এসময় বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করার পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, নিরোধ বিধিমালা-২০১৮ ও জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ উপর বিস্তর আলোচনা করা হয়। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব উম্মে কুলসুম।
সাথে আরো উপস্থিত ছিলেন, রাজীব কুমার বিশ্বাস (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট), জাকিয়া সারওয়ার লিমা (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বান্দরবান জেলার প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
Leave a Reply