রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন থেকে বিপুল ভোটে আওয়ামীলীগ থেকে জয়লাভ করার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এবার পূর্ণমন্ত্রী হচ্ছে।
এই কয়েকদিনের মধ্যে পার্বত্য অঞ্চলে আলোচনা তুখর হচ্ছিল বিভিন্ন মহলে । পার্বত্য মন্ত্রী কে হতে পারে আলোচনা শেষ নেই। সব আলোচনা অবসান ঘটিয়ে বান্দরবানে বীর পেলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়েল পূর্ণমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ পাড়াবেন । এরপর বীর বাহাদুর উশৈসিং নতুন সরকারের অন্য মন্ত্রীদের মতো বঙ্গভবনে শপথ গ্রহন করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাচিং প্রু জেরীকে ৮৫ হাজার ২শত ৪৭ ভোটে পরাজিত করে বান্দরবান ৩০০ নং আসনে থেকে ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয় পাহাড়ের ক্লিন ইমেজের নেতা বীর বাহাদুর উশৈসিং।
এই ব্যাপারে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোজাম্মেল হক বাহাদুর জানান, আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েছি কাল সোমবার পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহনের জন্য ফোন পেয়েছেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
Leave a Reply