মংক্যাইনু মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি :
উৎসব মুখর পরিবেশে প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুনরায় বীর বাহাদুর উশৈসিং এমপি পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ায় রোয়াংছড়িতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
এমপি ৬ষ্ঠ বারের মত এমপি নির্বাচিত হয়। এতে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে দায়িত্ব পাওয়ার খবর শুনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের
নেতাকর্মীকে নিয়ে রোয়াংছড়িতে মিষ্টি বিতরণ করা হয়। এর পাশাপাশি উচ্ছ্বাসিত হয়ে পরস্পরের নেতা কর্মীরা মিষ্টি মুখ করেন।
আজ রবিবার (৬ জানুয়ারী) বিকাল ৫ টায় মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা ও রামসিয়াম বম, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি প্রীতিময় তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়েসা বেগম, সাংগঠনিক সম্পাদিকা মুন্নি আক্তার প্রমুখ।
Leave a Reply