রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
অংগ্য মারমা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“তোমার আলোয় বিকশিত হোক তোমার পৃথিবী” খাগড়াছড়ি রিজিয়ন উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সহযোগীতায় আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মংপ্রু সাইন প্রতি স্বরণে শিক্ষাবৃত্তি প্রবর্তন অনুষ্টান রবিবার সকালে পৌর টাউন হলে আলোচনা সভার শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি পিএসসি রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদ সদস্য (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও উপজাতীয় পূণর্বাসন ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো: সাজ্জাদ, খাগড়াছড়ি পুলিশ সুপার (পিপিএম- সেবা) মোহা: আহসান উজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ও শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা চেতনায় প্রতিটি ঘরে পৌঁছে দিতে নতুন প্রজম্মদের এগিয়ে আসার আহ্বান করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানে জন্য বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মংপ্রু সাইন এর নামে প্রবর্তিত শিক্ষাবৃত্তি কার্যক্রমে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক এককালীন জেএসসি ও এসএসসি ৪০ জন পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply