শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে পাহাড়ী এলাকায় বৃষ্টি পানি সংরক্ষণ করে শুল্ক মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক চাষীদের নিয়ে গবেষণা শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে । আজ শনিবার সকালে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থয়ানের শহরের বালাঘাটা ভরখালি এলাকায় চাষীদের নিয়ে এই দিবস অনুষ্ঠিত হয়।
উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.এজেএম সিরাজুল করিম । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ মুন্সি রশিদ আহমেদ । অনুষ্ঠানটির আয়োজন করেন পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র,বিএআরআই,খাগড়াছড়ি।
এসময় বক্তরা বলেন, অধিক ফসল উৎপাদনে জন্য উর্বরতা মৃত্তিকা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের পানি প্রয়োজন। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণে সেচ প্রয়োগের মাধ্যমে শুল্ক মৌসুমে সবজি বাগানের কৃষকরা যাতে উপকৃত হতে পারে বলে মত দেন বিশেজ্ঞরা।
শেষে অতিথিরা কয়েকজন কৃষককের সবজি বাগান পরির্দশন করেন।
Leave a Reply