বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যথাযথ ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে বান্দরবানে ফুল পূজা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
ফুল পূজা উপলক্ষে আজ ২২ ডিসেম্বর শনিবার সকালে উজানী পাড়া বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানের এসে শেষ হয়।
এসময় শতাধিক নর-নারী খালি পায়ে হেঁটে লাইন ধরে ফুলের থালা, পেডেসা (বৃক্ষ সজ্জিত টাকা) ও বিভিন্ন পূজনীয় সামগ্রী নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে নারী-পুরুষ শিশুসহ সকল বয়সের বৌদ্ধ ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতে শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়।
ওইসময় বান্দরবান উজানী পাড়া বিহারে অধ্যক্ষ ভদন্ত উঃ চাইন্দাওয়ারা মহাথের ভান্তে সবার উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন এবং দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।
এসময় বান্দরবানে বোমাং রাজা উ: উ চ প্রু, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মংক্যচিং চৌধুরীসহ বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ, রাজপরিবারের সদস্য ও বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারিরা ফুল পূজা অনুষ্ঠানে অংশ নেয়।
Leave a Reply