শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে বর্তমানে গ্রেফতার সংখ্যা বেড়ে হয়েছে ৪ । জিয়াউর রহমান কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে তাদের আটক করা হয়। বর্তমানে আটকের সংখ্যা বেড়ে হয়েছে ৪।
আজ ১৫ ই জুন শনিবার বান্দরবান বিএনপির অফিস চৌধুরী মার্কেট হতে নেতা কর্মীরা জিয়াউর রহমান কে কটুক্তি করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে বান্দরবান জেলা বিএনপি জেরী গ্রুপ। তারা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ছত্রভঙ্গ হলে বিক্ষুব্ধ নেতা কর্মীরা ভাঙচুর ও পুলিশের উপর ধাওয়া করে। পুলিশ ও পাল্টা ধাওয়া করে এবং মিছিলে বাধা প্রদান করে।
আর বিশৃংখলা ও অনিয়মের কারণে বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (১) মোহাম্মদ ওসমান গনি,(২) ৫ নং পৌর ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, (৩) সদর উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জামাল, (৪) ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নাকে একই অপরাধে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরি জানান, অনিয়ম ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান মিছিলে ছত্রভঙ্গ অবস্থায় কিছু নেতাকর্মী বিশৃংখলা সৃষ্টি করেছে যার কারণে সাধারন জনগন আতঙ্কিত হয়ে পড়ে। এই অনিয়ম ছাড়া তাদের অন্য কোনো কারণবশত গ্রেফতার করা হয়নি।
Leave a Reply