বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
শেখ ইমতিয়াজ কামাল;রাঙ্গামাটি প্রতিনিধিঃ
লাগাতার ভারী বৃষ্টির কারনে পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্নস্থানে ব্যাপক ভূমি ধ্বসের ঘটনা ঘটেছে। রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা রবিবার থেকে বন্ধ হয়ে গেছে।
রাঙ্গামাটি- চট্টগ্রাম সড়কের সাপছড়ি ও শালবাগান এলাকায় সড়কের উপর পাহাড় ধ্বসে পড়ায় রাঙ্গামাটি- চট্টগ্রাম সড়ক যোগাযোগ ব্যবস্থা যে কান সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
রবিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের কারনে রাঙ্গামাটি শহরের রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, শিমুলতলী, রুপ নগর, পুরাতন বাস স্টেশন, ওমদা মিয়া হিল একাধিক জায়গায় ভূমি ধ্বসের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কারো প্রাণহাণী ঘটেনি। রবিবার রাতে শহরের বনরুপা
এলাকায় সড়কের উপর গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘক্ষন সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে। বর্ষনে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ায় রাঙ্গামাটিতে দীর্ঘ ১৬ ঘন্টা বিদু্ৎ সরবরাহ বন্ধ থাবার পর সোমবার ভোররাত থেকে কয়েকটি গুরুত্বপূর্নস্থানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও শহরের অধিকাংশ স্থানে পানি সরবরাহ বন্ধ আছে।
রাঙ্গামাটি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রবিবার সকাল ৬ টা হতে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ২৫৭ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবসারত লোকজনদের নিরাপদস্থানে সরিয়ে আনা হয়। জেলা প্রশাসক এ কে এম মামুরুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর কাউন্সিলর গন ঝুঁকিপূর্ন স্থান সমূহের উদ্ধার কাজ পরিচালনা করেন।বিভিন্নস্থানে ভূমিধ্বসের পর পরই রাঙ্গামাটি দমকল বাহিনীর কর্মীরা দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালিয়া যাচ্ছে।
এদিকে প্রবল বর্ষণের কারনে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।তিনি জানান উপজেলায় একাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ লোকজনদের সরিয়ে আনা হচ্ছে। অপর দিকে কাউখালী উপজেলার অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থা রবিবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে আছে।উপজেলার নিম্নাঞ্চলে বসবাসরত ৫ হাজারের অধিক পরিবার বর্তমানে পানি বন্দী অবস্থায় আছে।
রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন (ভাঃ) ডা: নীহার রঞ্জন নন্দী জানিয়েছেন সম্ভাবনার দূর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সহ সকল উপজেলায় একাধিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
Leave a Reply