শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০২:১৪ পূর্বাহ্ন
বাপ্র নিউজ ডেস্কঃ
বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাথে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৬ জানুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় বান্দরবান জেলা প্রশাসকের কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) লুৎফর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুর রহমান শিক্ষা ও আইসিটি, সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
মতিবিনিময় সভায় বান্দরবানে বিভিন্ন সমস্যার দিক গুলো তুলে ধরা হয় উপস্থিত সাংবাদিকবৃন্দরা। কিছু সমস্যা সমাধানের আশাস ও প্রদান করেন নবাগত জেলা প্রশাসক।
নবাগত জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকদের কলমের মাধ্যমে তুলে ধরা হয় সমাজের অপরাধ ও বিভিন্ন সমস্যাগুলো। এখনো ভালো সাংবাদিক আছে বলে অপরাধিরা ধরা পড়ছে। তিনি আরো বলেন, আমি অনেক আনন্দিত পার্বত্য অঞ্চলের কাজ করার সুযোগ পেয়ে আগেও আমি অনেক আগে পার্বত্য অঞ্চলে কাজ করেছি কিন্তু বর্তমানে নতুন করে কাজ করার সুযোগ পাওয়া তে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি বান্দরবানকে সুন্দর কিছু উপহার দিতে পারব । তাই পার্বত্য বান্দরবানকে সমৃদ্ধশালী করতে তিনি সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে দেশ উন্নয়নে সাংবাদিকদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি ২০১১ সালে বান্দরবান সদর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন, দীর্ঘ ১১ মাস তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply