রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ভিটামিন ‘এ’ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড শুরু হচ্ছে ১৯ তারিখ শনিবার।
আজ ১৬ জানুয়ারি বুধবার সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান সিভিল সার্জন সন্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ সর্ম্পকে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজন করেছে স্বাস্থ্য বিভাগ বান্দরবান পার্বত্য জেলা। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু, সিভিল সার্জন এমও সিএস ডা: বেলাল হোসেন, ডা: তাহমিনা শবনব সোবাহান ডিপোটি সিভিল সার্জন, ডা: রাকিবুল হাসান, আরএমও বান্দরবান সদর হাসপাতাল, সাসুইচিং মার্মা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালায় সিএস ডা: অসুই প্রু বলেন, ছয় মাস বয়স থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম এলাকায় যারা বসবাস করে বা কাজের ব্যস্ততা কারনে ‘এ’ ক্যাপসুল খাওয়াতে বাদ পরেছে তারা পরের দিনে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো যাবে। প্রত্যেক উপজেলার স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। কোন শিশু বাদ না পরে সেদিকে খেয়াল রেখে প্রচার প্রচারনা চালানো হবে।
৬ মাসের কম বয়সি এবং ৫ বছরের বেশি বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানোর জন্য অনুরোধ জানান ডা: অসুই প্রু।
Leave a Reply