রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
নিজস্ব সংবাদাদাতাঃ
বান্দরবানে পার্বত্য জেলায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী অফিস উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক। একই সময় কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হবে। এসময় ভূমি কমিশনের সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,ভুমি বিরোধ কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন,বান্দরবান বোমাং রাজা উচপ্রু চৌধুরী,বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার,পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি রক্ষা আন্দোলন কমিটি সভাপতি জুয়াম লিয়ান আমলাই উপস্থিত ছিলেন।
অপরদিকে ভূমি কমিশনের কার্যক্রম নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রধান সড়কে অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ সমাবেশ করেন।পরে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক বরাবরে স্বারক লিপি প্রদান করেন।
Leave a Reply