শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
লিটন শীল;বিশেষ প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী ৩০লক্ষ শহীদদের স্মরনে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে রাঙ্গামাটি জেলায় ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৬হাজার গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার (১৮জুলাই) সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনের পর পর রাঙ্গামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে রাঙ্গামাটি বন বিভাগের সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিক ইলাহী’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিথিদের সাথে কলেজের ছাত্র-ছাত্রীরাও কলেজের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন।
Leave a Reply