মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলীকদমে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম থানার আয়োজনে গতকাল ২৫শে মার্চ সোমবার সকাল ৯টায় থানার মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৭ বিজিবির পরিচালক লে: কর্নেল খন্দকার মিজানুর রহমান,এএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো: নাজিমুল হায়দার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসাইন ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসকান্দর নূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনছুর রহমান, পার্বত্যমন্ত্রীর উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন বিএ, ১নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিন, চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং মুরংসহ শতশত ক্রীড়াপ্রেমিরা।
আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় আলীকদম উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ৪টি টীম অংশগ্রহন করেছে। ফাইনালে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন টিম ৭-১ পয়েন্টে ৩নং নয়াপাড়া ইউনিয়ন টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে বিজয়ী ও স¦ান্তনা পুরস্কার তুলে দেন।
Leave a Reply