রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীতে নির্মাণাধীন ঘরের মাটির দেয়াল চাপা পড়ে স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত স্বামীর নাম নবী হোসেন (৪০) । সে কালারমারছড়া ইউনিয়নের পুর্ব ইউনুছখালী পাহাড়তলী গ্রামের আবুল হোসেন‘র পুত্র । একই ঘটনায় নিহত নবী হোসেনের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছে তাকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে ।
স্থানীয়রা জানান, নতুন ঘরের মাটির দেয়াল নির্মাণ করতে গিয়ে সাবধানতা অবলম্বন না করার ফলে এমন দূর্ঘটনাটি ঘটেছে।
হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসকেরা জানান, মাটির চাপা পড়ার কারনে তার হাড় সহ বেশ কিছু স্থানে গুরুতর আহত হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি ।
Leave a Reply