শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০৩:২৫ পূর্বাহ্ন
সরওয়ার কামাল মহেশখালীঃ ২৬ নভেম্বর
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় ২৬ নভেম্বর সকাল ৭ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের অফিস সহ ৫ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ী সুত্রে জানা গেছে ।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম বলেনন, সকাল ৭টায়সিরাজ মিয়ার চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রজন্মলীগের অফিসসহ ৫টি দোকান পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছতে পৌছতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাপলাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি বজল আহমদ বলেন, আমার অফিসের টিভি, চেয়ার টেবিল, আলমিরাসহ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া,পাশের ৪ দোকানের আরো ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply