শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও সংস্থা,র প্রতিনিধি কর্তৃক পজেলা নির্বাহী অফিসার আবুল কালামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সূর্যের হাঁসি ক্লিনিক হল রুমে রিক অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা,র মহেশখালীর এরিয়া ম্যানেজার রাশেদুল অানোয়ারের সভাপতিত্বে সিসিডিএফের নির্বাহী পরিচালক সুব্রত দত্তের পরিচালনায় এই বিদায় অনুষ্ঠানটি পরিবেশিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, মাষ্টার দীলিপ কুমার দাশ, মাষ্টার রুপন কান্তি দে, মাষ্টার অশোক দাশ, সাংবাদিক অাবুল বশর পারভেজ, সাংবাদিক সরওয়ার কামাল, ইপসা,র প্রোগ্রাম ম্যানেজার এম অাজিজ সিকদার, বিজিএস এর ম্যানেজার খোরশেদ অালম,গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার নাছোলী খিং, মুক্তি মহেশখালী উপজেলা ম্যানেজার সাগর শর্মা, সূর্যের হাঁসি ক্লিনিকের ম্যানেজার সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে ইউএনও মোহাম্মাদ আবুল কালাম বলেন, আমি সকল পেশার মানুষের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। দরিদ্র মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা ছিল। প্রাকৃতিক দূর্যোগের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সহায়তা করার জন্য মহেশখালীর কর্মরত সেচ্ছাসেবী, সংগঠনদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেকোন দুর্যোগ মোকাবেলায় সেচ্চাসেবী সংগঠনদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছে।
Leave a Reply