শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এম-৯৪ কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগষ্ট সকাল ১০ টায় সোসাইটির সভাপতি-কর কমিশনার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
বিশেষ অতিথি ছিলেন ,মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম প্রমুখ ৷
এম-৯৪ কো-অপারেটিভ সোসাইটির ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, আগামীতে একটি নতুন হাসপাতাল করে আধুনিক চিকিৎসা সেবা দিতে মহেশখালীর যে সমস্ত ডাক্তার বাইরে কাজ করছেন তাদের উদ্যোগকে স্বাগতম জানাই এবং সবসময় সার্বিক সহযোগীতা করব৷ তিনি আরো বলেন, মহেশখালীর রাস্তাঘাটের বেহাল দশা এই অবস্থার জন্য আমরা কোনভাবেই নিজেদের দায় এড়াতে পারিনা৷ আগামী একমাসের মধ্যে মহেশখালী বর্তমান রাস্তাঘাট ১৮ফুট প্রশস্ত করে কাজ শুরু করা হবে।
সোসাইটিরর চিকিৎসা ক্যাম্পে ১৮জন বিশেষজ্ঞ চিকিৎসের তত্বাবধানে ৭ শ রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় ৷
Leave a Reply