শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালীতে প্রতি বছরের ন্যায় এবছরেও জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘ ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন,সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য’’।
মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩০ অক্টোবর সকাল ১০ টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচী উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।
নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেন, ইঁদুর ক্ষতিকারক এক ধরনের প্রাণী। ইদুর ফসলের ক্ষয়ক্ষতি ছাড়াও আমাদের প্রাকৃতিক দূর্যোগে প্রাণ রক্ষাকারী বেড়িবাঁধে ছোট ছোট গর্ত সৃজন করে। ফলে একটু বৃষ্টি হলে গর্তগুলি বৃহত্তর আকারে পরিণত হয়ে প্রাকৃতি দুর্যোগে বেড়িবাঁধ ভেঙ্গে ফেলার উৎস তৈরি করে। এই জন্য সকল কৃষক ও সচেতন ব্যক্তিদের ক্ষতিকারক ইঁদুর নিধন করা প্রয়োজন। মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযান কর্মসূচীতে যারা বেশি পরিমাণ ইঁদুর নিধন করতে পারবে তাদেরকে পুরস্কৃত করার ঘোষনা দেওয়া হয়।
মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামশুল আলম এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী মোঃ হানিফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের উপ কৃষি কর্মকর্তাগণ সহ মহেশখালীতে কর্মরত বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিল।
Leave a Reply