শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন
সরওয়ার কামাল. মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ৬অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা উপজেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে মহেশখালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এসে শেষ হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মহেশখালী উপজেলার সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, মহেশখালী উপজেলার সহকারী কৃষি স¤প্রাসারণ কর্মকর্তা আবুল কালাম মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন,নুরুল আমিন, মহিলা মেম্বার মনোয়ারা কাজল, সাংবাদিক আবুল বসর পারভেজ, সাংবাদিক সরওয়ার কামাল, ধলঘাটা ইউনিয়ন পরিষদের সচিব লামং, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দু শুক্কুর,বাংলাদেশ আনসার ভিডিপি বড় মহেশখালী ইউনিয়নের টিম লিডার মোঃ আলমগীর কবির আযাদ প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহেশখালী উপজেলা র্নিবাহী অফিসার মো: জামিরুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধনের নিয়ম নীতি ও সঠিকভাবে কাগজপত্র যাচাই বাছাই করে জন্ম সনদ ও নিবন্ধ দেয়ার অনুরোধ জানান ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে। রোহিঙ্গাnএখন বাংলাদেশে নাগরিকত্ব নেয়ার জন্য বিভিন্ন দিক থেকে কাগজ পত্র যোগার করে নাগরিক্ত নেয়ার চেষ্টা করছে। সেদিকে কঠোর নজর রাখতে হবে। এক্ষেত্রে স্থানীয়দের যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী।
Leave a Reply