মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালীতে দুই টমটমের মুখামোখি সংঘর্ষে এক মিডওয়াইফ ও হোমিও চিকিৎসক সহ ৩ জন আহত হয়েছে। আহতদের কে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার পৌর এলাকার ঘোনাপাড়ার ভাঙ্গাপুকুর নামক রাস্তার মোড়ে।
আজ সোমবার ২৭ আগষ্ট সকাল ১০ টায় গোরকঘাটা বাজার থেকে কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মিড়ওয়াইফ চুমকি সরকার (২২) ও হোমিও চিকিৎসক খোকন শর্মা তার শিশু কে নিয়ে একটি টমটম যোগে কুতুবজোমের দিকে রওনা হয়। অপরদিক থেকে সলিম উল্লাহ নামের একজন ড্রাইভার একটি টমটম নিয়ে কুতুবজোম থেকে গোরকঘাটা অভিমুখে আসার পথে ভাঙ্গা পুকুর নামক স্থানে দুই টমটমের মুখামুখী সংঘর্ষ হয়। এ সময় কুতুবজোমে যাওয়া যাত্রী মিড়ওয়াইফ চুমকি সরকার, খোকন শর্মাও ড্রাইভারসহ গুরুতর হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের কে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে।
এদিকে সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশ দুই টমটমের ড্রাইভার ও গাড়ি সহ আটক করে থানায় নিয়ে আসে। আটক ড্রাইভার দুজনেই কুতুবজোমের পশ্চিমপাড়া ও মগকাটা এলাকার বলে জানা গেছে।
আহত মিড়ওয়াইফ মহেশখালী পৌরসভার ডাকবাংলোস্থ সরকার পাড়ার মন্টু সরকারের মেয়ে,খোকন শর্মা পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ার ভবরঞ্জন সুশীল (প্রকাশ) ভোলা ডাক্তারের ছেলে। ড্রাইভার শাহা আলম কুতুবজোম পশ্চিম পাড়ার ফোরকান আহমদের পুত্র।
Leave a Reply