সরওয়ার কামা. মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩রা ডিসেম্বর সকাল ১০ টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্তের সভাপতিত্বে অনুষ্টিত পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, মাতারবাড়ীর উপ-সহকারী মেডিকেল অফিসার ইয়াকুব আলী , পরিবার পরিকল্পনা পরিদর্শক মকছুদুল আলম ,নাহিদা আকতার শিমুল,এসি এফ প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গ্রামের নিরক্ষর মা দের বেশি করে সচেতনতা কার্যক্রম গ্রহন করতে হবে, কিশোরীদের বিয়ের হার বৃদ্ধি কমাতে পারলে মৃত্যুর হার নিয়ন্ত্রণ করা সহজ হবে। বাল্য বিবাহের কারনে একজন কিশোরীর মৃত্যুর ঝুকি হার বেশি থাকে। প্রতিটি পরিবার থেকে বাল্য বিবাহ রোধ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহনের সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে।
Leave a Reply