সরওয়ার কামাল,মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কোমার পাড়া এলাকায় ভোরে পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এসআই সৈয়দ ছানাউল্লাহ, এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে কোমার পাড়া এলাকার আব্বাস মিয়ার পুত্র ইব্রাহীম খলিল(২৪) কে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়।
এব্যাপারে মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ইব্রাহীম খলিল নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply