শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন
সরওয়ার কামাল মহেশখালী,সংবাদদাতা:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছাড়া এলাকায় পুলিশও সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরওয়ার নামের এক সন্ত্রাসীকে ৩ টি অস্ত্র ও ২০ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।
গত ২৬ আগস্ট সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান শুরু করলে সন্ত্রসীরা পুলিশকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষায় ৪০ রাউন্ড গুলি বর্ষণ করে।
এক পর্যায়ে পুলিশের অভিযানে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় পুলিশ ওই এলাকা থেকে ইজ্জজ আলীর পুত্র সরওয়ার (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করে। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ছোট বন্দুক, ২ টি লম্বা বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোববার রাতে পুলিশ খবর পেয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নে বড়ছাড়া পাহাড়ী এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছিল। পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।
তিনি আরো জানান, সরওয়ার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply