বুধবার, ২৫ মে ২০২২, ০৭:০৩ পূর্বাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক বালিকা( অনূর্ধ্ব -১৭) এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা সেপ্টেম্বর সকাল ১০ টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত পরিচালিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট অংগ্যাজাই মারমা,কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল,ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী,বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, সাবেক পৌরসভার মেয়র সরওয়ার আজম,মহেশখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ,মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ত্রুীড়া শিক্ষক গিয়াস উদ্দিন, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম সাইদুল ইসলাম চৌধুরী সহ স্কুল,মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply