শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখার আয়োজনে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হলো।
১১ নভেম্বর বিকাল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা তৎ পরবর্তী আনন্দ র্যালী ও গুরুত্বপূর্ন পয়ন্টে আনন্দ মিছিল করে। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম, পরিচালনায় ছিলেন যুগ্ন আহবায়ক সেলিম উল্লাহ সেলিম। প্রধানবক্তা ছিলেন, মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট শেখ কামাল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোজি খাঁন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার মাহবুব আলম, মাতারবাড়ি যুবলীগ সভাপতি শেখ কাসেম, উপজেলা সদস্য নাজের হোসেন, উপজেলা সদস্য আজিজুল হাসান রনি, উপজেলা সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা সদস্য মোহাম্মদ শাহজাহান, শাপলাপুর যুবলীগ সভাপতি সামেদুল ইসলাম, ছোট মহেশখালী যুবলীগ সভাপতি মনির উদ্দিন, বড় মহেশখালী যুবলীগ সভাপতি জিল্লুর রহমান মিন্টু মেম্বার, পৌর যুবলীগ যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ কামাল, কুতুবজোম যুবলীগ সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, মাতারবাড়ি যুব মহিলালীগ সভাপতি আজিজুন্নাহার।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধেঁকাধ মিলিয়ে নিরলস ভাবে দলের জন্য কাজ চালিয়ে যেতে হবে।
Leave a Reply