শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন
সরওয়ার কামাল,মহেশখালী প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহেশখালীতে জন্মাষ্টমী পালিত হয়।
২৩ আগস্ট অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল ভোর সাড়ে ৪ টায় মধুসুদন স্তুুতি, নগর কীর্তন, গীতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগারতি, মহা প্রসাদ বিতরণ, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সহকারে র্যালী, আলোচনা সভা, সন্ধ্যা আরতি উপাসনা, শ্রীকৃষ্ণের পূজা পার্বন ও সারা রাত ব্যাপী ভাগবত পাঠ। বিকাল ৩ টায় মহেশখালী উপজেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বর হতে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সন্ধ্যায় মহেশখালী আদিনাথ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাষ্টার পথিক দে এর গীতা পাঠের মধ্যে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক। মহেশখালী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি আশীষ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রতন দাশ গুপ্ত, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল ও সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিষু, সহ সভাপতি এস কে আশ্চার্য, মহেশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল ঘোষ ও সাধারণ সম্পাদক প্রনব কুমার দে।
স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু মোহন দে। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply