বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৮:২০ অপরাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী থানা পুলিশ ৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিশেষ ক্ষমতা আইনে সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানাগেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-শাপলাপুরের সচিমারপাড়া এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র মো. সিরাজুল ইসলাম, পশ্চিম পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র আব্দুল মান্নান, মিঠাছড়ি এলাকার জালাল আহমদের পুত্র মোর্শেদ, দিনেশপুর এলাকার মাওলানা আব্দুল হকের পুত্র মো. সিরাজুল ইসলাম, সাতঘরপাড়া এলাকার মৃত হাজ্বী আসদ আলী সওদাগরের পুত্র মৌলভী আব্দুল গফুর মাতারবাড়ি তিতামাঝির পাড়া এলাকার মৃত এখলাছ মিয়ার পুত্র নুরুজ্জামান, মিয়াজি পাড়া এলাকার আব্দুল মজিদের পুত্র মো. সোহেল, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার মৃত মোহাম্মদ রশিদের পুত্র মো. সৈয়দ কবির, কালারমারছড়া আধাঁরঘোনা এলাকার মৃত গোলাম কাদেরের পুত্র আনোয়ার হোসেন, ছড়ার লামা পাড়া এলাকার মৃত হাজ্বী মো. শরীফের পুত্র মোহাম্মদ উল্লাহ, মিজ্জির পাড়া এলাকার মৃত হাজ্বী গুরা মিয়ার পুত্র একরামুল হক।
উল্লেখ্য যে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫(ঘ), মামলা নং-৩,(০৪-১১-২০১৮ইং)।অভিযানে নেতৃত্ব দিয়েছেন-ওসি প্রভাষ চন্দ্র ধর ও তদন্ত ওসি এ.কে.এম শফিকুল আলম চৌধুরী সহ পুলিশ ফোর্স।
Leave a Reply