বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতাঃ
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা বিসিকের একটি পরিত্যাক্ত ভবন থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেন কালারমারছড়ার পুলিশ ফাঁড়ী।
১৭ নভেম্বর সকাল ৮ টার সময় উত্তর নলবিলা বিসিকের একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় পরিচয় বিহীন এক ব্যাক্তির লাশ দেখতে পায় স্থানীয় এক শ্রমিক । স্থানীয় চালিয়াতলী এলাকার নুরুন্নবী নামের এক শ্রমিক বিসিকের চিংড়ী ঘের ও বিসিক ভবনটি দেখা শুনা করে থাকেন । তিনি ঘেরের জন্য কিছু বাশঁ এনে ঐ পরিত্যাক্ত ভবনে রেখেছিল । সকালে কাজ করার জন্য বাশঁ গুলো অানতে পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় গেলে সেখানে গলায় মাপলার পেছানো অবস্থায় (৫০) বছরের বয়স্ক এক ব্যাক্তির লাশ দেখতে পান । তিনি সাথে সাথে পার্শবর্তী ঘেরে কাজ করতে অাসা লোকজনকে খবর দিলে তারা এসে লাশটি দেখে স্থানীয় ১নং ওয়ার্ড়ের মেম্বার লিয়াকত অালীকে ফোন করে জানালে তিনি কালারমারছড়া পুলিশ ফাঁড়ীতে ফোন করেন ।
খবর পেয়ে কালারমারছড়া পলিশ ফাঁড়ীর এস অাই শাহজাহান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরুত হাল তৈরি করেন ।
পুলিশ ফাঁড়ীর এস অাই শাহজাহান বলেন , স্থানীয় ইউপি সদস্যের ফোনের মাধ্যমে লাশের খবরটি পেয়েছি । অামি সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসি । তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি । লাশের সুরুত হাল তৈরির সময় গলায় অাঘাতের চিহ্ন রয়েছে শরীরে কোন অাঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মৃত ব্যাক্তির পকেট থেকে তিন হাজার টাকা পাওয়া গেছে বলে জানান ।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান,মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। একই সাথে তার মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।
Leave a Reply